Categories
Uncategorized

অ’ভিনেত্রী শা’ওন ফেসবুক স্ট্যা’টাসে নতুন প্রে’মে’র কথা জানালেন ।

জনপ্রিয় কথা সাহিত্যিক হু’মায়ূন আহমেদের মৃ’ত্যুর পরপরই গুঞ্জন ওঠে অন্যপ্রকাশের সত্বাধিকারী মাজহারুল ইস’লামের প্রে’মের স’ম্পর্ক রয়েছে। এ নিয়ে কোনোদিন মুখ খুলেননি শাওন। তবে এবার মাজহারুল ইস’লামের জন্ম’দিন উপলক্ষে হু’মায়ুন আহমেদ, মাজহারুল ইস’লাম ও নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি খোলাসা করেন তিনি। ফেসবুকে স্ট্যাটাসে শাওন লিখেন তার সঙ্গে আমা’র প্রে’ম রয়েছে।

তবে মায়ের পেটের ভাইয়ের মতো। এছাড়া অন্যকিছু নয়। ফেসবুক স্ট্যাটাসে শাওন বলেন, এই মানুষটার (মাজহারুল ইস’লাম) সঙ্গে আমাকে নিয়ে একটা কথা টুকটাক শোনা যায়। কথাটা বেশ অ’স্বস্তিকর। তার স্ত্রী’ আর আমি বিষয়টি নিয়ে চরম খু’নসুটি আর হাসাহাসি করলেও, আমাদের সঙ্গে নতুন বন্ধুত্ব হওয়া কেউ কেউ ইতং বিতং করে প্রসঙ্গটা তোলেন আর অ’প্রস্তুত হয়ে বলেন, ‘ আহা! বাইরে থেকে কি ভুল ধারণা নিয়েই না ছিলাম!

কবিরাজ: তপন দেব । এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে- নারী ও-পুরুষের সকল প্রকার- জটিল ও গো’পন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )

মাজহার ভাইয়ের স্ত্রী’ স্বর্ণা আমা’র সবচে কাছের সহচর। দিনের মধ্যে ৩-৪ বার দেখা করে সারাদিনের প্যাঁচাল নিয়ে বকরবকর না করলে আমাদের পেটের ভাত হ’জম হয় না। এই অসাধারণ মানুষটির স্বামীর সঙ্গে নাকি আমা’র প্রে’ম!’

স্ট্যাটাসে শাওন আরও লেখেন, ‘হ্যাঁ… তার সঙ্গে আমা’র প্রে’ম। আমা’র কি’শোরীবেলায় প্রণয়নের সময় আমি যখন হু’মায়ুন আহমেদের সঙ্গে ছে’লেমানুষী রাগ করতাম তখন তিনি বড় ভাইয়ের মতো আমা’র ভুল ভাবনাগুলো ধরিয়ে দিয়ে আমাকে শান্ত করতেন। উনি আমা’র আরেক মায়ের গর্ভে জন্ম নেওয়া বড় ভাই- তার সঙ্গে আমা’র ভাইয়ের মতো প্রে’ম।’

কর্কট রোগের চিকিৎসা চলাকালীন হু’মায়ুন আহমেদের আপন ভাইদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তিনি পালন করেছেন। কখনও বাজার করে আনা তো কখনও হু’মায়ুন ভাইয়ের পছন্দের খাবারটা রান্না করে ফেলা। প্রায়ই রাতের বেলা এক বছরের নিনিতকে কোলে নিয়ে হেঁটে ঘুম পাড়াতেন, যাতে আমি একটু বিশ্রাম পাই। হাসপাতা’লে হু’মায়ূনের বিছানার পাশে একরাত আমি জাগি তো আরেক রাত তিনি জাগেন।

আমা’র মতো করেই হু’মায়ূন আহমেদের পা টিপে তাকে ঘুম পাড়িয়ে দেন। র’ক্তের স’ম্পর্ক না থেকেও তিনি হু’মায়ূন আহমেদের ছোট ভাই। আমি তাকে দেবরের মতো ভালোবাসি। শাওন লিখেন, নিনিত, নিষাদ আর আমা’র ছোট্ট পরিবারটি ছাড়া তাদের পরিবারের কোনও উৎসবই পূর্ণ হয় না! তাদের সব আনন্দের ভাগ যেন আমাদের না দিলেই নয়।

কবিরাজ: তপন দেব । এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে- নারী ও-পুরুষের সকল প্রকার- জটিল ও গো’পন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )

তাদের ছে’লে দুটিও বড় ভাইয়ের মতোই আগলে রেখেছে আমা’র নিনিত-নি’ষাদকে। নিনিত আর আমি-আম’রা তিনজনই তাদের পরিবারের সব্বাইকে অনেক ভালোবাসি। সব শেষে অ’ভিনেত্রী লিখেন, ‘প্রিয় মাজহার ভাই আপনার জন্ম’দিনে অনেক শুভকামনা। যে স্নেহ আর সম্মানে আপনি আমাদের জড়িয়ে রেখেছেন তা শতগুণ হয়ে আপনার পরিবারকে ঘিরে রাখুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *