এক থেকে দুই মিনিটের মধ্যেইসেনাবাহিনীর অ’বসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গু’লি ব’র্ষণ করে হ’ত্যার ঘটনাটি ঘটেছে। এ হ’ত্যাকাণ্ডের ঘটনাটি গ’ভীরভাবে অ্যানালাইসিস করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের অ’তিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। তিনি বলেন, ‘মেজর সিনহাকে গু’লিবর্ষণের পুরো ঘটনাটি সং’ঘটিত হয়েছে এক থেকে দুই মিনিটের মধ্যেই। এই দুই মিনিটের প্রতিটি সে’কেন্ডের ঘটনাপ্রবাহ আমরা বিচার-বিশ্লেষণ করছি।




প্রতিটি সেকেন্ডই অ’ত্যন্ত গু’রুত্বপূর্ণ সময়। এই ঘটনার অনেক তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করেছি।’ঘ’টনাস্থল পরিদর্শনে যাওয়া র্যাবের অ’তিরিক্ত মহাপরিচালক (অপারেশন) তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদকে গু’লি করার ঘটনা দুই মিনিটের মধ্যেই ঘটে। সেই দুই মিনিটের মধ্যে কি এমন ঘটেছিল কেন তাকে গু’লি করা হলো- সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।




টেকনাফ থানা’র ’বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ত’দন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল মেজর (অব.) সিনহা হ’ত্যায় কে কতটুকু দা’য়ী তা নির্ণয়ে প্রধান অ’ভিযুক্তদের ঘটনাস্থ’লে নিয়ে যায় মা’মলার ত’দন্ত সং’স্থা র্যাব। রি’মান্ডে জি’জ্ঞাসাবাদে পাওয়া আ’সামিদের বক্তব্যের সঙ্গে আ’লামতগুলো মিলিয়ে দেখতে তাদের ঘটনাস্থ’লে নেয়া হয়।




র্যাব কর্মকর্তা তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, আ’সামিদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, সিনহা হ’ত্যা এক থেকে দুই মিনিটে সংগঠিত হয়েছে। এ অ’ল্প সময়ে এমন কি ঘটেছিল তা জানতে এ সময়ে গাড়ি চেক করা, পরিচয় জানতে চাওয়া, কোন অ’বস্থার প্রেক্ষিতে গু’লিটা হয়েছিল তা বের করতে প্রতিটা সে’কেন্ডকে বি’শ্লেষণ করছি আমরা। এটি খুবই গু’রুত্বপূর্ণ।




তিনি আরও বলেন, ত’দন্ত কর্মকর্তা আ’সামিদের দেখানো মতে সব কিছু খুঁটিয়ে দেখেছেন। এক থেকে দুই মিনিটে ফা’য়ারিং পর্যন্ত চলে যাওয়ার ঘটনা কোন প্রেক্ষিতে হয়েছে তা বুঝতে চে’কপোস্ট থেকে চে’কিং প’য়েন্ট, বেরিকেড থেকে গাড়ির দূ’রত্ব, প্রত্যক্ষদর্শীদের দূ’রত্ব সব কিছু পরিমাপ করেছেন। এর মাধ্যমে ত’দন্ত কর্মকর্তা তার কনসেপ্ট ডেভেলপ করবেন।




র্যাবের অ’তিরিক্ত মহাপরিচালক (অপারেশন) তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, যেহেতু এটি সেনসিটিভ বিষয় তাই হুট করে কিছু বলা যাবে না। আমরা ডিটেইলসে যাচ্ছি। কেন ফা’য়ারিং হয়েছে তা তুলে আনার চেষ্টা করছি। আ’সামি লিয়াকতের কথা যদি সত্যি হয় তবে কি ঘটনায় সিনহা পি’স্তল তাক করলো, এবং লিয়াকত গু’লি করলো সব বিষয় বের করার চে’ষ্টা করছি। তবে অনেক কথা ত’দন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে।




র্যাবের একটি সূত্র জানায়, ওসি প্রদীপ কুমার দাশ জি’জ্ঞাসাবাদে সিনহা হ’ত্যাকাণ্ডের দায় চাপাতে চেয়েছেন লিয়াকতের ওপর। তবে ঘটনার আগে ও পরে লিয়াকতের সঙ্গে তার ফোনকলের অডিও রেকর্ড শোনানো হলে চু’পসে যান প্রদীপ। পরে লিয়াকত ও প্রদীপকে সামনাসামনি এনে জি’জ্ঞাসাবাদ করা হয়। তখন দুজনই ঘটনায় নি’জেদের সং’শ্নিষ্টতা নিয়ে বিস্তারিত বিবরণ দেন ত’দন্ত কর্মকর্তার কাছে। সেসব বিষয় প্র’ত্যক্ষ করাতে সিনহা হ’ত্যা মা’মলার তিন শীর্ষ আ’সামি প্রদীপ কুমার দাশ।





বিজ্ঞাপন




লিয়াকত আলী এবং এসআই নন্দদুলাল রক্ষিতের রি’মান্ডের চতুর্থ দিনে তাদের ঘটনাস্থ’লে নেয়া হয়। তবে মা’মলার ত’দন্ত কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হ’ননি। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম ও র্যাব-১৫ অধিনায়ক আজিম আহমেদ এবং মা’মলার ত’দন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলামসহ আরও অনেকে উ’পস্থিত ছিলেন।