সাতক্ষীরার তালায় চিংড়ি ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে লুৎফর নিকারী (৬০) নামে এক বৃ’দ্ধকে পি’টিয়ে হ’ত্যার অ’ভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করেছে। ন ‘হতের ভাতিজা রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলে তার চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিলেন।




ওই স্থানেই ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের। ঘের থেকে মাছ ধরার অ’ভিযোগে সেলিমকে আ’টকে রাখেন মশিয়ারের সহযোগী রনি। এরপর মশিয়ার, রনি ও একই গ্রামের তুহিন শেখ মিলে তাকে মা’রধর করে। তিনি আরো বলেন, খবর পেয়ে সেলিমকে বাঁচাতে ছুটে যান বাবা লুৎফর নিকারী। এরপর ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীরা তাকেও মা’রধর করে। এক পর্যায়ে লুৎফর নিকারীর গলায় গামছা পেঁ’চিয়ে তার শ্বা’সরোধ করা হয়।





বিজ্ঞাপন




এতে ঘটনাস্থলেই লুৎফর নিকারী মা’রা যান ও তার ছেলে সেলিম অ’চেতন হয়ে পড়েন। সেলিম বর্তমানে তালা হাসপাতালে ভর্তি আছেন। তার কানের পর্দা ফে’টে গেছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ৯৯৯-এ স্থানীয়দের কল পেয়ে রা’তেই ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করা হয়। তাকে জি’জ্ঞাসাবাদ ও ঘটনার ত’দন্ত চলছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।