Categories
Uncategorized

এবার তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের ছবি ভাইরাল

আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন আমির খান। আর সেখানে অবস্থান কালেই গেল শনিবার তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। দুজনের কিছু ছবি প্রকাশ্যে আসতেই রবিবার থেকে ভারতীয় সামাজিক মাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন আমির। বলা হচ্ছে, পাকিস্তানের অন্যতম মিত্র দেশ তুরস্ক।

সর্বশেষ ভারত-পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধংদেহী অবস্থানেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। আর সেই তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন সাক্ষাৎ করলেন আমির? ভারতীয় নাগরিকরা মনে করছেন, যে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না, সে দেশের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করা মোটেও উচিত হয়নি আমিরের।

কী আলাপ হয়েছে তাদের মধ্যে? ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আমির খান পানি ফাউন্ডেশন নামে তার এবং তার স্ত্রী কিরণ রাওয়ের অলাভজনক একটি এনজিও প্রতিষ্ঠানের ব্যাপারে ফার্স্ট লেডির সঙ্গে আলাপ করেন। প্রতিষ্ঠানটি ভারতের মহারাষ্ট্রের খরাকবলিত বিভিন্ন অঞ্চলে কাজ করছে। এদিকে এমিনি এরদোগান কাজ করছেন কিছু মানবিক প্রকল্প নিয়ে। বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছেন তিনি।

এসময় এমিনি এরদোগানের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমির। অন্যদিকে আমির খানের সামাজিক নানা উদ্যোগ ও তার অভিনীত সাহসী চলচ্চিত্রের প্রশংসা করেন এমিনি এরদোগান। এছাড়া আমির খানের সঙ্গে সাক্ষাতের সময়ে তোলা কিছু ছবি এমিনি এরদোগান তার টুইটারে পোস্ট করেছেন।

আমির খানের এই ছবি টুইট করে এমিনি এরদোয়ান লিখেছেন, “বিশ্বখ্যাত ভারতীয় অভিনেতা আমির খানের লাল সিং চাড্ডা দেখার অপেক্ষায় রইলাম।”তিনি আরও লিখেছেন, “আমির খানের সঙ্গে সাক্ষাৎ করে আমি অভিভূত। উনি ছবির শ্যুটিং করতে ইস্তাম্বুল এসেছিলেন। শুনে ভালো লাগলো তুরস্কের একাধিক জায়গায় এই ছবির শ্যুটিং করতে আগ্রহ দেখিয়েছেন আমির খান।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চলতি মাসের প্রথমেই এই ছবির শেষ কয়েকটি দৃশ্যের শ্যুটিং করতে তুরস্কে গিয়েছিলেন আমির খান। সেই সময় হয়েছে এই সৌজন্য সাক্ষাৎ। করোনা আবহে অক্ষয় কুমারের বেল বটম আর লাল সিং চাড্ডার, শ্যুটিং হয়েছে আন্তর্জাতিক ময়দানে। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবি ফরেস্ট গাম্প ছবির বলিউড রিমেক। এই ছবিতে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান। ২০২১-এর ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *