চিত্রনায়িকা পূজা চেরি পা পিছলে পড়ে আ’হত হয়েছেন। এ ঘটনায় মা’থায় ও কপালে বেশ আ’ঘাত পেয়েছেন পূজা,
বেশ র’ক্তপাতও হয়েছে বলে জানা গেছে।






মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘ’টনা ঘটে বলে জানিয়েছেন অ’ভিনেত্রীর মা ঝর্ণা রায়। এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন পূজা।
পূজার মা ঝর্ণা রায় বলেন, গতকাল রাতে সে (পূজা চেরি) ওয়াশরুমে গিয়েছিল। বের হবার হবার পরেই সে পা পিছলে পড়ে যায়। আম’রা দ্রুত তাকে উ’দ্ধার করে ঘরে নিয়ে আসি।






মা’থায় ও কপালে বেশ আ’ঘাত লেগেছে। কিছু কিছু জায়গা ফুলে গেছে ও কে’টে গেছে। র’ক্তপাত শুরু হয়। র’ক্তপাত থামাতে প্রায় আড়াই ঘণ্টা লেগেছে বলে জানান ঝর্ণা রায়।
পূজা চেরি রায়ের মডেলিং ও শি’শুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শি’শুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে






অ’ভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অ’ভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসা’সফল পো’ড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অ’ভিনয় করেন।
পূজা শি’শুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অ’গ্নি (২০১৪) চলচ্চিত্রে অ’ভিনয় করেছেন। মা’রাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার






প্রাপ্ত বয়স্ক অ’ভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। ছবিটিতে তার বিপরীতে অ’ভিনয় করেন আরেক নবাগত আদৃত।
তার দ্বিতীয় চলচ্চিত্র পো’ড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন






আরেক নবাগত সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।