Categories
Uncategorized

জমজমাটি গানের তালে যুবতীর কোমর দোলানো নাচ, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে ভাইরাল ভিডিও

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। ইতিমধ্যেই বিশ্বের বহু প্রান্তের মানুষ স্বেচ্ছায় আইসোলেশনে যাচ্ছেন।

কবিরাজ: তপন দেব । এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে- নারী ও-পুরুষের সকল প্রকার- জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )

করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। তাই গৃহবন্দী দশায় কেও সময় কাটাচ্ছেন রান্না করে,কেও আবার গানের মাধ্যমে, কেও আবার নাচের দ্বারা।এভাবেই সকলের প্রতিভা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । এরকমই এক ভিডিও প্রকাশ্যে এলো সোশ্যাল মিডিয়ায়।

কে এই মহিলা? নাম-পরিচয় কিছুই জানা যায়নি তাঁর। তবে তাঁর নাচের ভিডিওটি নেটদুনিয়ায় উত্তেজনার পারদ চড়িয়েছে। সিনেমার নায়িকার থেকে কোনও অংশে কম নয় তাঁর অভিব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক জনপ্রিয় হিন্দি গান কোমর দুলিয়ে নাচ করছেন এক যুবতি।

উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে অভিনেতা গোবিন্দার ছবির গানে নেচে রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন ডান্সিং আঙ্কেল। দুর্দান্ত নাচের জন্য পরবর্তীকালে নানা রিয়ালিটি শোয়েও ডাক পেয়েছিলেন তিনি। প্রিয় অভিনেতা গোবিন্দার সঙ্গে দেখা করার সৌভাগ্যও হয়েছিল তাঁর। চলতি মাসে পুজোর সময় ভাইরাল হয়েছিল আরও একটি ভিডিও । যেখানে অসুরের সামনে ‘সাকি সাকি’ গানে নাচতে দেখা গিয়েছিল এক যুবতীকে। এবার ভাইরাল বউমণির নাচের ভিডিও। তাঁর কথা এখন নেটিজেনদের মুখে মুখে। তাই তিনিও যদি নেটদুনিয়ার দৌলতে বিখ্যাত হয়ে ওঠেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

লাল শাড়িতে ঝড় তুললেন বৌদি

Posted by পশ্চিমবঙ্গ 24×7 – Sangbad on Wednesday, May 6, 2020

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *