Categories
Uncategorized

প্যা’ন্টের চেন খুলে অন্ত’র্বাস দেখালেন দিশা পাটানি, সাথে সাথেই ভাইরাল সেই দৃশ্য…

দিশা পাটানি! হ্যাঁ, এখন শুধু নামটাই যথেষ্ট! বলিউড থেকে সারা ভারতেই এখন তাঁর অগণিত ভক্ত। বর্তমানে বলিউড নায়িকাদের মধ্যে এখন দিশা পাটানি এর নাম সবচেয়ে আবেদনম’য়ী নায়িকার লিস্টে উপরের দিকেই রয়েছে।

কবিরাজ: তপন দেব । এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে- নারী ও-পুরুষের সকল প্রকার- জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )

একটি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের নজরে আসেন তিনি। আর তারপরে পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন এবং হাতে এখনো বেশ কিছু কাজ রয়েছে ভবিষ্যতের জন্য। কথা বলছি দিশা পাটানিকে নিয়ে।

খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মনে এবং বলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন দিশা।

স্বাভাবিকভাবেই দিশার সোশ্যাল হ্যান্ডেলে অগণিত ভক্তের ভিড় যারা সবসময় তাঁর সমস্ত রকম আপডেট পেতে উন্মুখ।

এদিকে দিশাও যে তাদের খুব একটা নিরাশ করে এমনটা কিন্তু নয়। তবে সম্প্রতি তিনি যা করলেন তা খুব তাড়াতাড়িই ভাইরাল হয়ে গেছে।

‘কেলভিন এন্ড ক্লেইন’ নামক একটি ব্র্যান্ডের ভারতের অ্যাম্বাসেডর দিশা। এই কোম্পানিটির ই নতুন একটি অন্তর্বাসের কালেকশন সম্প্রতি লঞ্চ করেছে।

আর তার জন্যই নিজের জিন্সের প্যান্ট খুলে সেই প্রোডাক্টের জন্যই ফটোশুট করলেন তিনি যা রীতিমতো এখন ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *