এবার ক’রোনা আ’ক্রান্ত হলেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার কন্যা আরাধ্যা। অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পর শনিবার (১১ জুলাই) বচ্চন পরিবারের বাকি সদস্যদের ক’রোনা টেস্ট করা হয়। সেই ক’রোনা পরীক্ষার রিপোর্ট নে’গেটিভ এলেও লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পূত্রবধূর ঐশ্বরিয়ার শরীরে ক’রোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।




কবিরাজ: তপন দেব । এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে- নারী ও-পুরুষের সকল প্রকার- জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )
এর আগে শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মাঝারি লক্ষণ নিয়ে তারা ২ জনেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। লক্ষণ দেখা যাওয়ার পরেই তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।