আমি এখনও বেঁচে আছি, প্লিজ হেল্প, সাহায্য করুন আমায়!’ কবরস্থানের ভিতর থেকে শোনা যাচ্ছে তীব্র আ’র্তনাদ। সস্প্রতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। পাঞ্জাবের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানে ঘটা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কব’রস্থান থেকে যে আর্তনাদ শোনা যাচ্ছিল, তা মানুষেরই কণ্ঠের! কিন্তু কীভাবে কবরের মধ্যে পৌঁছালেন কেন জীবিত ব্যক্তি?
কবিরাজ: তপন দেব । এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে- নারী ও-পুরুষের সকল প্রকার- জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )




তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কবরস্থানে গিয়েছিলেন তার কাছের একজনের মৃ”ত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে। সেই সময়ই আচমকা ধস নামে। ধসের কবলে কব’রে পড়ে মাটিচাপা পড়ে যান ব্যক্তি। ওই অবস্থাতেই তিনি সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন।