Categories
Uncategorized

ক’রোনার ভ’য়াবহতা এখনও বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯ ক’রোনা ভা’ইরাসের তা’ন্ডবে না’জেহাল বিশ্ব। প্রতিদিনই বাড়ছে ক’রোনার প’জিটিভ এর সাথে বাড়ছে মৃ’ত্যুর সংখ্যাও। ক’রোনা সং’ক্রণের ছয় মাস পার হয়ে গেছে। পৃথিবীজুড়ে মা’রা গেছে পাঁচ লাখেরও বেশি মানুষ। তবু এ ভা’ইরাসের তী’ব্র রূপ দেখা এখনও বাকি রয়ে গেছে এবং চলমান পরিস্থিতি শেষ হতেও অনেক সময় লাগবে বলে হুঁ’শিয়রি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার (২৯ জুন) ভার্চুয়াল বৈঠকে বলেছেন: আমরা সকলে চাইছি বর্তমান পরিস্থিতির অ’বসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো এ পরিস্থিতি সহসা শেষ হচ্ছে না।

তিনি আরো বলেন: কিছু কিছু দেশে পরিস্থিতির অগ্রগতি হলেও মূলত ম’হামারি বিশ্বব্যাপী দ্রুতই ছড়িয়ে পড়েছে। টেডরস বলেন, চীনে অন্তত ছয় মাস আগে ভা’ইরাসটির প্রার্দুভাব দেখা দেয়। এর উৎস খোঁজার লক্ষ্যে সেখানে আগামী সপ্তাহে একটি দল যাবে।

তিনি আরও যোগ করেন: বিশ্বের বিভিন্ন দেশ সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও মা’রাত্মক রূ’প নেবে। আরও বেশি মানুষ ক’রোনা ভা’ইরাসের শিকার হবে। তিনি পরীক্ষা, শ’নাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টিনের ওপর পুনরায় গুরুত্বারোপ করেন।

এদিকে বিশ্বে এক কোটিরও বেশি লোক ক’রোনায় আ’ক্রান্ত হয়েছে। এর মধ্যে ক’রোনার সং’ক্রমণ ও মৃ’ত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে ক’রোনায় মা’রা গেছে ১ লাখ ২৫ হাজারেরও বেশি লোক এবং আ’ক্রান্ত ২৫ লাখ।

বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সং’ক্রমণ ব্রাজিলে। দেশটিতে গত এক সপ্তাহে ২ লাখ ৫৯ হাজার ১০৫ জন ক’রোনায় আ’ক্রান্ত হয়েছে। ভারতে শনিবার একদিনে সং’ক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নতুন করে ১৮ হাজার ৫শ’ লোক আ’ক্রান্ত এবং ৩৮৫ জন মা’রা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *