Categories
Uncategorized

মাশরাফির শাশুড়ি করোনা আক্রান্ত

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা। এর আগে হোসনে আরার নাতনি মাইশার (১৫) করোনা রিপোর্ট পজিটিভ আসে। ধারণা করা হচ্ছে নাতনির কাছ থেকেই করোনা আক্রান্ত হয়েছেন নানী হোসনে আরা। কারণ মাইশা ও তার নানী অর্থাৎ মাশরাফির শাশুড়ি হোসনে আরা রাতে একসঙ্গে থাকতেন বলে জানা গেছে।

এ বিষয় জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, এমপি মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা বাড়িতেই চলছে। সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান, নড়াইল ও লোহাগড়া হাসপাতালের আট চিকিৎসক, হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ এজেলায় ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত অন্যান্যরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। নড়াইলে করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *