Categories
Uncategorized

টানা লকডাউনের ফলে গর্ভব’তী হতে পারেন ৭০ লাখ মহিলা!

লকডা’উনে ফলে পৃথিবীতে ৭০ লাখ নতুন শি’শু জ’ন্মাতে পারে! এমনটাই বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট।

#bangla_news #news #bangla #bangladesh_News #bangladesh #Dhaka_News #Dhaka

কবিরাজ: তপন দেব । এখানে আয়ুর্বেদী ঔষধের মাধ্যমে- নারী ও-পুরুষের সকল প্রকার- জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষুধ পাঠানো হয়। আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন – ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ – রাত ১১ )

করো’না য় যেখানে সারা পৃথিবী জুড়ে মৃ’ত্যুমিছিল, সেখানে এই রিপোর্ট শুনে চ’মকে উঠলেন? রাষ্ট্রসংঘের রিপোর্টে উল্লেখ, লকডাউনে জে’রে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও গর্ভবতী হতে পারেন পৃথিবীর ৭০ লাখ মহিলা।

রিপোর্টে উল্লেখ, লকডাউনের জে’রে কনট্রাসেপটিভ-এর সাহায্য থেকে ব’ঞ্চিত হচ্ছেন বহু মহিলা। অনেকে আবার যৌ’ন নিপীড়নেরও শি’কার হচ্ছেন। আর এসবের ফলেই পৃথিবীর ৭০ লাখ মহিলা নিজেদের অজান্তে বা অনিচ্ছায় গর্ভবতী হয়ে পড়তে পারেন।

রাষ্ট্রসংঘের রিপোর্টে আরও বলা হয়েছে, মূলত নিম্ন ও মধ্যবিত্ত বাড়ির মহিলারাই এই প’রিস্থিতির সম্মু’খীন হবেন। প্রসঙ্গত, সারা পৃথিবী জুড়ে ১১৪টি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশে ৪৫০ মিলিয়ন মানে ৪৫ কোটি মহিলা বিভিন্ন ধ’রনের কনট্রাসেপ্টিভের ব্য়বহার করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *